গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার হল রুমে বুধবার দুপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস ও ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ডিজিটাল বাংলাদেশ প্রেরণা "ডিজিটাল বাংলাদেশ ও ভবিষ্যতের শিক্ষা " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদসহ বিভিন্ন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/এএ