দিনাজপুরের নবাবগঞ্জে রবি ২০২২-২৩ মৌসুমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পূর্নবাসন সহায়তা প্রণোদনার কর্মসূচীর আওতায় ১৩ হাজার ২০ জন কৃষককে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ প্রদান করা হচ্ছে। বোরো ৮ হাজার ৫৬০ জন। এর মধ্যে হাইব্রীড জাত পাবে ৪ হাজার ৫৬০ জন ও উফশী জাত পাবে ৪ হাজার জন।
এছাড়াও গম ৬০০ জন, ভূট্টা ৬০০ জন, সরিষা ৩ হাজার জন, সূর্য্যমূখী ১২০ জন, পিয়াজ ১০ জন ও মুগডাল চাষে ৮০ জন কৃষক রয়েছে।
উপজেলা কৃষি অফিস জানায়, বোরোর জন্য প্রতি কৃষককে হাইব্রীড জাতের ২ কেজি করে বীজ ও উফশী জাতের ৫ কেজি করে বীজসহ ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি দেয়া হচ্ছে। গমের জন্য ২০ কেজি করে বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি ভূট্টার জন্য ২ কেজি বীজ ও ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সরিষার জন্য ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সূর্য্যমূখীর জন্য ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি দেয়া হচ্ছে। বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এএ