ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে সাফিন (৮) ও কাফিন (৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর পিতা কুশবাড়িয়া গ্রামের সিপন মুন্সী।
ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ লিল্টন জানান, প্রতিদিনের ন্যায় দুই ভাই প্রতিবেশী শিশুদের সাথে খেলা করে। আজ অন্য শিশুদের সাথে তাদেরকে দেখতে না পেয়ে সকাল সাড়ে ১০টা থেকে পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। দুপুরে আড়াইটার দিকে পুকুরের পানিতে তাদের মৃতদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যরা। ওই সময় গ্রামবাসী পুকুরের পানি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।
চেয়ারম্যান ধারনা করে আরো জানান,শিশু দুটি বাড়ির আশে পাশে খেলা করছিল। এক পর্যায়ে ছোট ভাই কাফিন পানিতে পড়ে যায়। এরপর বড় ভাই সাফিন তাকে উদ্ধার করতে যায়। সেসময় দুইজন একই সাথে পুকুরের পানিতে ডুবে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।
বিডি প্রতিদিন/এএম