শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বুধবার সকালে সিঅ্যান্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ, জেলা প্রশাসক আবদুল জলিল, নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন সংগঠন এদিন শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের।
বিডি প্রতিদিন/এএ