পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।
বিডি প্রতিদিন/এমআই