পরিবেশগত টেকসই উদ্ভাবনী ব্যবহার করে বিশ্বের বিলুপ্তপ্রায় প্রজাতির বন্যপ্রাণী রক্ষায় অসামান্য অবদান রাখায় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবিরকে অ্যাওয়ার্ড প্রদান করেছে ভারতের পরিবেশবাদী সংস্থা বালিপাড়া ফাউন্ডেশন। গতকাল রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অডিটরিয়ামে এক অনুষ্ঠানে দেশ বিদেশের ১৫ জনকে বালিপাড়া ফাউন্ডেশন আ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবন পানি প্রজাতির কুমির ও বাটাগুর বাস্কা কচ্ছপ বিলুপ্তর হাত থেকে টিকিয়ে রাখতে লালন পালন করে প্রজননের মাধ্যমে বাচ্চা উৎপাদন করা হয়। এই কেন্দ্রে জন্ম নেয়া বাচ্চাগুলোকে পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পরিবেশগত টেকসই উদ্ভাবনী ব্যবহার করা হয়। ইতিমধ্যেই করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় লবণ পানি প্রজাতির ৫০০টি কুমির ও বাটাগুর বাস্কা কচ্ছপের ৬০০টি বাচ্চা জন্ম নিয়েছে। এসব বাচ্চা কুমির ও কচ্ছপ পালন পালন করে বড় করে নদ নদীকে অবমুক্ত করা হয়ে থাকে। এজন্যই ভারতের বালিপাড়া ফাউন্ডেশন আমাকে অ্যাওয়ার্ড প্রদান করেছে।
বিডি প্রতিদিন/এএ