চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাকবিতন্ডার জেরে বখাটেদের হামলায় সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার ভোর ৫টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে চাঁদপুর নৌথানা পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চের যাত্রী সুমন গাজীর সাথে সিটে বসাকে কেন্দ্র করে অপর যাত্রী বাবু আহমদ ওরফে মামুনের বাকবিতণ্ডা হয়। এতে বাবু তার সহযোগীদের মুঠোফোনে চাঁদপুর লঞ্চঘাটে উপস্থিত থাকতে বলে। পরে সুমন গাজী লঞ্চ থেকে নামলে বাবু ও তার সহযোগীরা তার উপর আক্রমণ করে ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচজনকে আটক করে ও আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
পরে আহত সুমনকে চিকিৎসা শেষে তার পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যায়। কিন্তু ভোরে তার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে নৌপুলিশ।
বিডি প্রতিদিন/এএম