কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল বন্ধ করার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগী, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও জেলার বিভিন্ন স্তরের মানুষ। বুধবার দুপুরে জেলা শহরের পুরাতন হাসপাতাল পাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম ডায়াবেটিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর আব্দুস ছালাম, মহাসচিব ও পৌর মেয়র কাজিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু ও সাংবাদিক শফি খান প্রমুখ। এসময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ চিকিৎসা সেবা নেয়া রোগী ও স্বজনরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ