বগুড়ার আদমদীঘির সান্তাহার হাটে যাওয়ার একদিন পর নিখোঁজ জালাল উদ্দিনের (৫৫) রক্তাক্ত মরদেহের সন্ধান মিলেছে। নিহত জালাল উদ্দিন আদমদীঘির দমদমা গ্রামের মফিজ উদ্দিন প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন প্রায় ১৫ বছর মালোশিয়া প্রবাসে থেকে গত পাঁচ বছর আগে দেশে ফিরে কৃষি কাজ করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার হাটে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরের দিন বুধবার সকালে স্থানীয় লোকজন নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের গাবতলী নামক স্থানে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে নওগাঁ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে নিহত জালালের স্বজন ও স্থানীয় লোকজন পোশা দেখে পরিচয় শনাক্ত করেন। তবে ঘটনাস্থলে তার হাটের সবজি ভরা ব্যাগ, মোবাইল ফোন ও বাইসাইকেল পড়ে ছিল। নিহতের পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা শক্রতামূলক তাকে হাট থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে যায়।
নওগাঁর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, কিছু দিয়ে আঘাত করে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম