নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বুধবার সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
পর্যায়ক্রমে জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা পুলিশের পক্ষ থেকে সুপার মো. ফয়েজ আহমেদ, সদর পৌরসভার পক্ষে মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আতাউর রহমান মানিক ও জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় নেত্রকোনার মোক্তারপাড়া পাবলিক হলে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই