বিজিবির অভিযানে যশোর চৌগাছা সীমান্ত থেকে ২ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ মো. নাজমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনায় হাবিলদার মো. আ. কাদেরের নেতৃত্বে যশোরের চৌগাছা উপজেলার তিলকপুর গ্রামস্থ সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে মেইন পিলার ৪০ থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তিলকপুর গ্রামস্থ পাকা রাস্তার উপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা থেকে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল।
ওই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার পরিহিত সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ২ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।
আটককৃত নাজমুল চৌগাছা থানার ঝিনাইকুন্ডু গ্রামের মো. শরিফুল আলম বাবুর ছেলে। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়ের ও স্বর্ণের বার ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই