শীতের প্রভাব পড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে। দিনাজপুরে দিনে সূর্যের আলো দেখা গেলেও প্রখরতা নেই। তবে বিকালের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বাড়ছে। আর সন্ধ্যার পর হিমেল বাতাসের পাশাপাশি কুয়াশা বাড়ছে।
দিনাজপুরে গত কয়েকদিন ধরেই কুয়াশা দেখা যাচ্ছে। ঘন কুয়াশার পাশাপাশি ঠান্ডায় কৃষিজীবীসহ নিম্ন আয়ের মানুষের কাজে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে তীব্র কুয়াশার চাদরে ঢাকা পড়ে দিনাজপুর। তাই বুধবার সকালে দেখা যায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চালাতে। সকাল ১০টা পর্যন্ত একই অবস্থা।
এদিকে, আবহাওয়া অফিস জানায়, চলতি মাসেই আসছে শৈত্যপ্রবাহ, সেই সঙ্গে হালকা বৃষ্টিপাতও হতে পারে। এতে তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বুধবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। এর আগে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, ডিসেম্বরে এক থেকে দুটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে। আগামী জানুয়ারিতে শীত বেশি থাকবে। সে সময় আরও কয়েক দফায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম