শহীদ বুদ্ধিজীবী দিবস বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহীদদের স্মৃতি বামনগ্রাম গণকবর স্মৃতিসৌধে বুধবার সন্ধ্যায় পুষ্পমাল্য অর্পণ শেষে মমবাতি প্রজ্জলন করে উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, থানার ওসি মো. আনোয়ার হোসেন, কুমিড়া পুলিশের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী, নন্দীগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে উপজেলা সদরে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সদস্য মুকুল মিঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান আলো, আব্দুর রাজ্জাক, রাকিবুল রাজ্জাক, যুবলীগের মাহমুদ আশরাফ মামুন, আতোয়ার হোসেন মান্না, ছাত্রলীগের তুহিন আহমেদ, আল নোমান নাদিম, শুভ আহমেদ, আবু তৌহিদ রাজিব, আল জাহিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম