যুব ও ক্রীড়া মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বিএনপির আন্দোলনের তরী কূলেই ডুবে গেছে। তাদের আন্দোলনে জনগণ আর সাড়া দেবে না। মানুষ শান্তিতে আছে, শেখ হাসিনার প্রতি জনগণ আস্থাশীল।
বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে চর কলমী ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর বিকাল ৪ টায় উপজেলা কৃষকলীগের সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের ভাগ্য উন্নয়নে সরকার আজ কাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে খাদ্য নিরাপত্তায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
বিডিপ্রতিদিন/কবিরুল