টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের এমপি), সদস্য ও সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সদস্য ও সংসদ সদস্য খান আহমেদ শুভ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ আব্দুর রহীম প্রমুখ।
এসময় প্রেসক্লাবের আজীবন, সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ