গাজীপুরে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একটি মোবাইল কোম্পানীর এক বিক্রয় কর্মী নিহত হয়েছেন। বুধবার গাজীপুর সিটি করপোরেশনের তিনসড়ক-যোগীতলা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতের নাম- ইমরান হোসেন দুলাল (২৫)। গাজীপুর গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন দক্ষিণ খাইলকৈর এলাকার কামাল উদ্দিনের ছেলে দুলাল মোবাইল কোম্পানীর বিক্রয় কর্মী হিসেবে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের মাহবুব টেলিকম দোকানে চাকুরি করতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই মোশারফ হোসেন ও নিহতের সহকর্মীরা জানান, বুধবার বেলা সোয়া ১১টার দিকে গ্রাহকের কাছে পৌছে দেয়ার জন্য একটি মোবাইল ফোন নিয়ে যোগীতলা যাচ্ছিলেন দুলাল। তিনি মোটরসাইকেলযোগে তিনসড়ক-যোগীতলা সড়ক পথে যাওয়ার সময় ধান গবেষণা ইনস্টিটিউটের ৩নং গেইটের সামনে অপর একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় তিনি ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর ঘাতক গাড়িটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএ