বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা বাজারে কিশোর গ্যাংয়ের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ হামলকারী ৪জনকে গ্রেফতার করেছে।
আহতরা হলো মেহেদী হাসান (১৬), তার বাবা মোহাম্মাদ আলী হাওলাদার (৫৫) ও মা শিউলি বেগম (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় প্রভাব বিস্তারের জের ধরে কিশোর গ্যাং লক্ষ্মীপাশা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী হাওলাদারের মেহেদী হাসানকে বাজার থেকে অপহরণ করে জামিনা মোহাম্মাদ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় নিয়ে যায়। সেখানে কিশোর গ্যাং মেহেদীকে বেদম মারধর করে। খবর পেয়ে মেহেদীর বাবা মোহাম্মাদ আলী ও মা শিউলি বেগম তাদের ছেলেকে বাঁচাতে গেলে তাদের কুপিয়ে আহত করে তারা।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িত সন্দেহে হৃদয় (১৮), শুভ (১৮), সাব্বির (১৮) ও জাহিদ (১৯) নামে ৪ জন বখাটেকে আটক করে। এ ঘটনায় রাতেই মোহাম্মদ আলীর ভাই জলিল হাওলাদার বাদী হয়ে হামলকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ক্ষুদে সন্ত্রাসীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ