চুয়াডাঙ্গা শহরের বাদুরতলা এলাকায় ট্রাকচাপায় আব্দুল জব্বার (৪৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার শহরের মসজিদপাড়ার বোরহান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একাডেমি মোড়ের জব্বার স্টোরের সত্তাধিকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল জব্বার নিজের মোটরসাইকেল নিয়ে বুধবার রাতে বড় বাজার এলাকা থেকে একাডেমি মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় বাদুরতলা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সড়কদ্বীপের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি ছিটকে পড়ে যান ট্রাকের নিচে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত আব্দুল জব্বারের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রাখা আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ