কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ এলাকায় লরি চাপায় মোটরবাইক আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মোঃ স্বপন (৩৭) জেলার সদর দক্ষিণ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার কুমিল্লা- নেয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম ভূইয়া জানান, মোটরবাইকে দুইজন ছিলেন। লরি চাপায় স্বপন ঘটনাস্থলে মারা যান। অপর আহতকে উদ্ধার করে কুমিল্লা নগরীর একটি ক্লিনিকে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লরি চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম