কেন্দ্রীয় ছাত্রলীগের নয়া সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কলেজের কৃষ্ণচ‚ড়া চত্বর থেকে মিছিলটি বের করা হয়। পরে সেটি পুরো কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শাখা ছাত্রলীগের আহবায়ক শেখ সজল ও সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ইসলামের নেতৃত্বে মিছিলটিতে কমিটির অন্যান্যরাসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে মঙ্গলবার রাতে ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিডি প্রতিদিন/এএ