রংপুরের মিঠাপুকুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন এসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এসআইয়ের নাম অলিউর রহমান (৩৫)। তিনি মিঠাপুকুর থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অলিউর রহমান দায়িত্ব পালনে উপজেলার গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়া স’ মিল বাজার এলাকায় গিয়েছিলেন। সন্ধ্যায় মোটরসাইকেলে তিনি থানায় ফিরছিলেন। পথে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে চেংমারী ইউনিয়নের ফকিরহাট নামক স্থানে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল