২৪ ডিসেম্বর, ২০২২ ১৭:০২

বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় ছুরিকাঘাতে 
এক ব্যক্তি নিহত

প্রতীকী ছবি

বগুড়া শহরের নিশিন্দারায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় এই ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, নিহত মতিউর বগুড়া শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন। শনিবার সকালে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে নিশিন্দারা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক)  নিয়ে যায়। সকাল ১০ টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা ছিল। চাকরি সংক্রান্ত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জড়িতদের গ্রেফতারে অভিযান ও মামলার প্রস্তুতি চলছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর