২৪ ডিসেম্বর, ২০২২ ১৮:৪৯

ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল

ঝালকাঠি জেলা বিএনপি'র গণমিছিলে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। পুলিশি বেরিকেটের মধ্যে শনিবার সকাল ১১টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সামনে অগ্রসর হতে চাইলে পুলিশ ব্যারিকেট দিয়ে আটকে দেয়। পরে মিছিল সমাপ্ত করে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল, ওয়ারেচ আলী খান, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, স্বেচ্ছাসেবক দল সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন সরদার, জেলা ছাত্রদলের  সভাপতি মো. আরিফ হোসেন খান, সাধারণ মো. গিয়াস সরদার দিপু।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর