রংপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার রাত ১২টা থেকে প্রার্থীদের সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর শনিবার সর্বশেষ প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল সিটি করপোরেশনের অলি-গলি।
এদিকে মেট্রোপলিটন পুলিশ নগরীর ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ৮৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে। এসব কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল মধ্যরাত থেকে প্রার্থীদের প্রচারণা বন্ধ হয়ে যাওয়ার আগে সর্মথকদের নিয়ে প্রার্থীরা ভোটের জন্য বাড়ি বাড়ি গেছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। গুরুত্বপূর্ণ ৮৬টি কেন্দ্রে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল