২৪ ডিসেম্বর, ২০২২ ২২:০৬

বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি

সভাপতি মতিয়ার রহমান বাবলু ও সাধারণ সম্পাদক রনজু ইসলাম

বগুড়ায় নন্দন শিল্পী গোষ্ঠীর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক হয়েছেন রনজু ইসলাম।

শুক্রবার রাতে শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়। সংগঠনের উপদেষ্টা সোহরাব হোসেন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, আবেদ আলী, আজিজার রহমান দুলাল, উপদেষ্টা ডা. আব্দুল মোমিন রতন, প্রকৌশলী মো. জাকির হোসেনসহ প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী নন্দন শিল্পি গোষ্ঠীর কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আমিনুল হক আরজু, সহ-সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য জমির আলী, সিদ্দিক হোসেন, হাসান আলী, আব্দুস সালাম, নূরুল ইসলাম নূরু, সামাদ প্রধান, তাহেরা জামান লিপি।

বক্তারা বলেন, নন্দন শিল্পী গোষ্ঠী একটি ঐতিহ্যবাহী পুরাতন সংগঠন। এই সংগঠনকে আরও গতিশীল করতে নতুন কমিটি ব্যাপক ভূমিকা রাখবে। আগামীদিনে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নন্দন শিল্প গোষ্ঠী বড় ভূমিকা রাখতে কাজ করে যাবে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর