২৭ ডিসেম্বর, ২০২২ ১৪:৪৯

স্কেটিং করে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিলেন তারা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

স্কেটিং করে ৫০ কিলোমিটার পথ পাড়ি দিলেন তারা

টেকনাফের ৮ তরুণের বিজয় স্কেটিং

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত ৫০ কিলোমিটার পথ টেকনাফের ৮ তরুণ স্কেটিং করে পাড়ি দিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক থেকে এ বিজয় স্কেটিং রাইড শুরু করা হয়। সন্ধ্যায় এ রাইড শেষ হয়েছে।

টেকনাফ স্কেটিং ক্লাবের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। তাদের প্রতিপাদ্য, ‘মাদক আর নয়, খেলাধুলায় মিলবে জয়’। বিজয় স্কেটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ইমরানুল হক। তার সঙ্গে আছেন তারেকুর রহমান, সাল্লাহ উদ্দিন, রিয়াজ আহমেদ, ইমান হোসেন, রবি উল্লাহ, রফিক আলম ও ওমর ফারুক।

টেকনাফ স্কেটিং ক্লাবের সভাপতি ফয়সাল সাফি বলেন, কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শিক্ষার্থী নিজ নিজ অবস্থান থেকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে প্রতিনিয়ত স্কেটিং করতেন। এরপর ছয়জন উদীয়মান শিক্ষার্থী মিলে ২০২১ সালে গড়ে তোলে টেকনাফ স্কেটিং ক্লাব। বর্তমানে এ ক্লাবের ৫০ জন সদস্য রয়েছেন।

ফায়সাল সাফি বলেন, ফুটবল ও ক্রিকেটের মতো স্কেটিংও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। মাদক নিয়ে টেকনাফের একটি বদনাম রয়েছে। ভবিষ্যতে তারা টেকনাফ থেকে মাদকবিরোধী একটি স্কেটিং মিছিল নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া যাওয়ার পরিকল্পনা করছেন।

দলপতি ইমরানুল হক বলেন, বিজয়ের মাস আনন্দের মাস, উল্লাসের মাস। সে উল্লাসকে জাগ্রত করতে টেকনাফ স্কেটিং ক্লাব এ বিজয় স্কেটিং রাইড আয়োজন করেছে। মূলত টেকনাফের তরুণ সমাজকে ভিন্নধর্মী খেলা উপহার দেওয়ার জন্য এবং মাদক থেকে দূরে রাখতে টেকনাফ স্কেটিং ক্লাবের এ যাত্রা। এছাড়া টেকনাফের অপার সৌন্দর্য স্কেটিং করার মাধ্যমে তুলে ধরতে তারা কাজ করছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর