বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কলেজের কমার্স ভবনের সামনের মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা।
তিনি জানান, সকালে কলেজ মাঠে খেলার সময় শিক্ষার্থীরা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে প্রাথমিক অবস্থায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে এবং কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য মরদেহ ময়নাতদন্ত করতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় বের করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী জানান, কমার্স ভবনের সামনে খেলার মাঠ থেকে একটি মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারাই আইনগত ব্যবস্থা নিবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ