চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মোমিন (১৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিন মধ্যম হালিশহর আনন্দবাজার এলাকার আবদুর রবের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারক কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, আনন্দবাজার থেকে সি-বিচ যাওয়ার রাস্তার মুখে মোটরসাইকেল ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পরে। এতে মোমিন আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন মারা যান মোমিন। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল