ময়মনসিংহের ফুলপুরে কচিকাঁচা শিশু কিশোরদের হাতে তুলে দেওয়া হয়েছে ২০২৩ সনের নতুন বই। বই পেয়ে এক অনাবিল আনন্দে মুখরিত তারা। শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ উদ্বোধন করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। আজ রবিবার সকাল ১০টায় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে প্রথম নতুন বই তুলে দিয়ে বই উৎসবের শুভ সূচনা করেন তিনি।
এছাড়া ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসাসহ বিভিন্ন বিদ্যালয়ের সোনামনিদের হাতে বই তুলে দেন তিনি। উপজেলায় ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল, ৩৫টি উচ্চ বিদ্যালয়, ২০টি মাদরাসা ও ৪টি কলেজ রয়েছে। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৫৬ হাজার বইয়ের চাহিদা থাকলেও পাওয়া গেছে ৩১ হাজার ১০৫টি বই। আর উচ্চ বিদ্যালয়, কলেজ ও মাদরাসাসমূহে বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল ৪ লাখ ১৮ হাজার ৬০টি বইয়ের। কিন্তু পাওয়া গেছে ২ লাখ ৬ হাজার ৮৬০টি। যেসব বই বাকি আছে তা শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার। বই বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে সহকারী কমিশনার ভূমি) অমিত রায়, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহ আল বাকী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ