বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল এলাকায় আওয়ামী লীগ সমর্থক দুই ইউপি সদস্যের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইউপি সদস্যসহ ৯ জন আহত হয়েছেন। ছাগল বিতরণে অনিয়মের ঘটনা এমপির কাছে অভিযোগ দেওয়ায় রবিবার রাত ৮টার দিকে এই সংঘর্ষ হয়।
আহতরা হলেন ইউপি সদস্য লিটন বেপারী, তার ভাই মো. নজরুল ইসলাম, ভাতিজা নাদিম বেপারী, চাচাত ভাই হাসান বেপারী, রাজ্জাক বেপারী, শহিদুল বেপারী, মিজানুর রহমান কামাল, তার ভাতিজা জাকারিয়া বেপারী ও প্রতিবেশী মনির সিকদার। তাদের মধ্যে ইউপি সদস্য লিটন বেপারী ও তার ভাই নজরুল বেপারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এবং অন্যদের স্থানীয় উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ