ফরিদপুরে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর প্রথম পর্বের আন্তঃউপজেলা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার ১২টায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে এ গেমসের উদ্বোধন করা হয়।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এর আগে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনের প্রথম ইভেন্ট কারাতে প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
প্রতিযোগিতায় ফরিদপুর জেলা দলসহ ৯টি উপজেলার কারাতে, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। আগামী ১০ জানুয়ারির প্রতিযোগিতার সমাপনী হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় যুব গেমস অনুষ্ঠিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই