ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভূমিহীনের নামে বরাদ্দকৃত সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর দখলের অভিযোগ উঠেছে মানিক নামে এক প্রতিবেশির বিরুদ্ধে।
বুধবার (০৪ জানুয়ারি) এমনি অভিযোগ করেন ভুক্তভোগী ভূমিহীন আব্দুল হক। ভূমিহীন আব্দুল হক ওই ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। আর দখলকারী মানিক একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, উপজেলার হাজীপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডিঘির পাড় গুচ্ছ গ্রামে ভূমিহীন হিসেবে আশ্রয়ন প্রকল্পের ঘর পায় মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল হক। এরপর জীবিকা নির্বাহের তাগিদে ঢাকায় গিয়ে কিছুদিন গার্মেন্টসে কাজ করেন তিনি। পরবর্তীতে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন তার বরাদ্ধকৃত আশ্রয়ন প্রকল্পের পাওয়া ঘর দখল করে আসবাবপত্রসহ সমস্ত জিনিসপত্র বের করে দেয় প্রতিবেশি মানিক। এ নিয়ে গত ১৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারকে একটি লিখিত অভিযোগ করেন সেই ভুক্তভোগী।
ভুক্তভোগী আব্দুল হক অভিযোগ করে বলেন, গত এক বছর আগে আনুষ্ঠানিকভাবে ঘরটি চাবি আমাকে দেয় উপজেলা প্রশাসন। আমি কাজের জন্য ঢাকায় গেলে কিছুদিনের মধ্যে জানতে পারি আমার প্রতিবেশি মানিক আমার ঘরটির তালা ভেঙে সেটি দখল করে নেয়। এরপর আমি আমার ঘরে ঢুকতে গেলে সে আমাকে বাধা দেয়। আমি ও আমার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আছি।
এদিকে অভিযুক্ত মানিকের সাথে কথা বলা হলে তিনি বলেন, ভূমিহীন তার ঘরে না থাকার কারনে ঘরের তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার শাহরিয়ার নজির বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তধীন রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ভূমিহীনকে ঘরটি বুঝে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ