রাঙামাটির দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাঙামাটি সেনা রিজিয়ন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন।
এসময় রাঙামাটি জেনারেল স্টাফ অফিসার মেজর মো. পারভেজ রহমান, মেজর খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন বলেন, সেনাবাহিনী জাতি বর্ণ, ধর্ম নির্বিশেষে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এ ক্ষুদ্র চেষ্টা।
তিনি আরও বলেন, রাঙামাটি রিজিয়নের এ শান্তি সম্প্রীতি উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
পরে রাঙামাটি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমতাজ উদ্দীন রাঙামাটির পাহাড়ি বাঙালি প্রায় ৩০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ, নগদ অর্থ ও ঢেউটিনসহ সেলাই মেশিন বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন