৫ জানুয়ারি, ২০২৩ ১৬:০৮

পাবনায় বিএনপির ১০ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

পাবনায় বিএনপির ১০ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় বিএনপির আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সাড়ে ১১টায় পাবনা পুলিশ লাইন পিসিসিএস রেষ্টুরেন্টে পাবনা জেলা বিএনপির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃৃষিবিদ হাসান জাফির তুহিনসহ পাবনা জেলা বিএনপির পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন- আহবায়ক আনিছুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা ও জেলা বিএনপির সদস্য সচিব খন্দকার এড. মাকসুদুর রহমান মাসুদ, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা: আহমেদ মোস্তফা নোমান।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর