৫ জানুয়ারি, ২০২৩ ১৮:৪২

মুন্সীগঞ্জে ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় ১১শ ৪০ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধার করেছে জেলা মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৭টা থেকে ১২ টা পর্যন্ত দীর্ঘ ৫ ঘন্টা অভিযান চালিয়ে জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি বাঘবাড়ি গ্রামের মোঃ মোকশেদ আলীর ছেলে চিহৃিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (৩৮) বাড়ি থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

তবে আসামি মিজানুর রহমানকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মাদক দ্রব নিয়ন্ত্রন আইনের মামলার প্রস্ততি চলছে।

মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদক দ্রব নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে মাদক ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়ি অভিযান চালিয়ে ১১শ ৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর