দিনাজপুরে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবী এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ বিষয়ে দিনাজপুর জেলা বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। বৃহস্পতিবার বিকেল ৩টায় দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন,এ জেড এম রেজওয়ানুল হক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া, মোকছেদ আলী মঙ্গোলিয়া, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, কোতয়ালী বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক,বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু প্রমুখ।
জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যসহ জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় চলমান আন্দোলন-সংগ্রাম আরো গতিশীল করতে দলের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণের আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএ