বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে ওই এলাকার জসিম উদ্দিনের খাবার হোটেলের সামনে থেকে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো মো. আবুল বাশার ফকির ও বাছেদ মোল্লা।
বিএমপি’র বিমান বন্দর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে গড়িয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানায় মমালা দায়ের করে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম