বগুড়ার দুুটি সংসদীয় আসনের উপ নির্বাচনে হিরো আলমসহ ২২ জন মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার জমা দেওয়ার শেষ দিনে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে হিরো আলম বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনে মোট দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া-৬ (সদর) আসনের নৌকার মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু জেলা প্রশাসনের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সহ সভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মজ্ঞুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, দপ্তর সম্পাদক আল রাজি জুয়েলসহ একাধিক দলীয় নেতা-কর্মীরা।
এই আসনে অন্যান্য মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন, জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর, জাসদের ইমদাদুল হক ইমদাদ, গণফ্রন্টের আফজাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সরকার বাদল, ব্যবসায়ি আব্দুল মান্নান আকন্দ, মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, রাকিব হাসান, মুক্তিযোদ্ধা মাছুদার রহমান হেলাল, বাংলাদেশ খেলাফতে আন্দোলনের প্রার্থী মো. নজরুল ইসলাম, জাকের পার্টির প্রার্থী মো. ফয়সাল বিন শফিক।
বেলা একটায় মনোনয়ন জমা দেন বগুড়া-৪ আসনের ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী বগুড়া জেলা জাসদের সভাপতি একেএম রেজাউল করিম তানসেন। মনোনয়ন জমা দেয়ার সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এই আসনে অন্য মনোনয়ন জমাদানকারীরা হলেন জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, জাকের পার্টির আব্দুর রশিদ সর্দার, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, স্বতন্ত্র প্রার্থীরা হলেন গোলাম মোস্তফা, আলহাজ্ব ইলিয়াস আলী, আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, মোঃ আব্দুর রশিদ।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র তুলেছেন মোট ১৩ জন। আর বগুড়া-৪ আসনে সংগ্রহ করেছিলেন ৯ জন। তারা প্রত্যেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসে মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তফসীল অনুযায়ী- শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৫ জানুয়ারি। যাচাই-বাছাই ৮ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। আগামী ১ ফেব্রুয়ারি সবকটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন