৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৩৫

জয়পুরহাটে শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাটে শীতার্ত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেছে জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশন। শুক্রবার  বিকালে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এক হাজার ৫শ দুঃস্থ ও অসহায় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু,  জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন,  জয়পুরহাট জেলা  সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বু মিয়া নুরু, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনি  ছিলেন।

আয়েশা বেওয়া (৫৫) হোটেল শ্রমিক  এসেছিলেন কম্বল নিতে। কম্বল হাতে পেয়ে তিনি বেজায় খুশি। আয়েশা বেওয়া সন্তোষ প্রকাশ করে বলেন, এত দিন কাঁথা গায়ে দিয়ে শীতে ঠকঠক করে কাঁপতেন তিনি। শীত মৌসুমে অনেক দুর্ভোগ তাকে পোহাতে হয়েছে। এখন থেকে কম্বল গায়ে দিয়ে তিনি আরামে ঘুমাতে পারবেন।

পৌর মেয়র মেস্তাফিজুর রহমান বলেন, কনকনে ঠান্ডায় জয়পুরহাটের হতদরিদ্র মানুষগুলো  কম্বল পেয়ে মহাখুশি। সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর