পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম রাব্বির (২৬) সাথে বাকেগঞ্জের পাদ্রিশিবপুর গ্রামের ওই তরুণীর (২২) তিনবছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দু'বছর যাবৎ প্রেমিকা ওই তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে রাব্বি হাওলাদার নানা তালবাহানার পর গা ঢাকা দেয় এবং সকল যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে নিরুপায় হয়ে শনিবার (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিক রাব্বি হাওলাদারের জলিশা গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়। এদিকে প্রেমিকার আগমন টের পেয়ে প্রেমিক রিয়াজুল ইসলাম রাব্বি আত্মগোপনে চলে যান।
প্রেমিকা বলেন, রিয়াজুল ইসলাম রাব্বির সাথে বিয়ে ছাড়া আমার লাশ যাবে। কোনো প্রকার চাপে ফেলে আমাকে এ ঘর থেকে নামাতে পারবে না। তার আরও অভিযোগ, রাব্বির পরিবারের লোকজন তাকে তাড়ানোর জন্য নানা ভাবে চাপ দিচ্ছে। শারিরীক নির্যাতনের আশংকায় ৯৯৯ এ ফোন করার পর পুলিশ এলেও অজ্ঞাত কারণে তেমন কোনো সহযোগিতা করছে না। প্রেমিকার মা অভিযোগ করে জানান, তার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক রাব্বির বাড়িতে অবস্থান করছে। রাব্বি তার এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় আত্মগোপনে থেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। শনিবার রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় বক্তিবর্গের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ অভিযোগ করেনি। তবে ৯৯৯এর কল পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল