কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকের বাসিন্দা মৃত আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ রশিদ (৩৩)। তিনি ওই ক্যাম্পের হেড মাঝির দায়িত্ব পালন করতেন।
নিহতের মরদেহ ক্যাম্প অভ্যন্তরের এমএসএফ হাসপাতালে রয়েছে বলে এপিবিএন সদস্যরা জানিয়েছেন।
ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল