নাটোরের বড়াইগ্রামে ৫ শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার আগ্রান গণজাগরণ সমাজ সেবা সংস্থা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়।
মধু হাজী অ্যান্ড সন্স ও খাদেমুল ইসলাম অ্যান্ড সন্স-এর অর্থায়নে গণজাগরণ সমাজ সেবা সংস্থা এবং আল মাবরুর হজ ও ওমরাহ কাফেলার উদ্যোগে শীতার্ত দরিদ্রদের জন্য এ আয়োজন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক খাদেমুল ইসলাম, বড়াইগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল হক মতিন, প্রভাষক হারুন অর রশিদ, ইউপি সদস্য ইসমাইল হোসেন ও আলম মুন্সি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই