জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানায় যুবলীগ।
বুধবার বিকালে নগরীর শিববাড়ীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৫০০ শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান। এসময় মহানগর যুবলীগের অন্যান্য সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ