নাটোরের সিংড়ায় গাঁজাসহ ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় উপজেলার বিলদহর মৎস্যজীবিপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব জানায়, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় উপজেলার বিলদহর মৎসজীবিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭৭০ গ্রাম গাঁজা, ২টি মোবাইল, ২টি সীমকার্ড ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯০০ টাকাসহ কালিনগর গ্রামের মৃত আলতাব মোল্লার ছেলে মো. সোহেল রানা (৩০) ও মৎস্যজীবিপাড়ার জামাল হোসেনের ছেলে মো. তাহিদকে (২০) গ্রেফতার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল