ঝালকাঠীর নলছিটির মগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুগন্ধা নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মগর ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দা মো. সোহাগ হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ ভাঙ্গন কবলিতরা।
বক্তারা বলেন, গত এক বছরে সুগন্ধা নদীর ভাঙ্গনে মগর ইউনিয়নের ৬ শতাধিক মানুষ ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এখনও বহু বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজারসহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙ্গনের হুমকিতে। এই অবস্থায় নদী ভাঙ্গন থেকে মগর এলাকা রক্ষার দাবিতে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা।