বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয়ে সুন্দরবনের দুইটি বাঘ ঢুকে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও বনরক্ষীরা। এমন খবরে আতঙ্কে নির্ঘুম রাত পার করেছে ৭টি গ্রামের বাসিন্দারা।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাতলা গ্রামের বিভিন্ন স্থানে পায়ের ছাপ দেখে একটি বাঘ লোকালয়ে প্রবেশ করেছে অনুমান করা হয়েছিল। বৃহস্পতিার রাতে পার্শ্ববর্তী রসুলপুর ও ঢালির ঘোপ গ্রামের বিভিন্ন স্থানে পায়ের ছাপ দেখে দুটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন বনরক্ষীরা।
দিনে এই বাঘ দুটির দেখা না গেলেও সকালে বিভিন্ন স্থানে নতুন করে মিলছে বাঘের পায়ের ছাপ। এই অবস্থায় বাঘ আতঙ্কে বিকেল গড়ানোর সাথে সাথে একপ্রকার জনশূন্য হয়ে পড়ছে তিনটি গ্রামসহ আশপাশের পথঘাট।
সুন্দরবনের কমিউনিটি প্রেট্রোল গ্রুপের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম সাচ্চু জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় সুন্দরবন থেকে মরে যাওয়া ভোলা নদী পার হয়ে একটি নয়, দুটি বাঘ বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলাসহ পার্শ্ববর্তী রসুলপুর ও ঢালির ঘোপ গ্রামে ঢুকে পড়ে। এই তিন গ্রামের বিভিন্ন বাড়ির আঙিনা ও মাঠের ভিজা জায়গায় পায়ের ছাপ দেখে সুন্দরবর বিভাগ নিশ্চিত হয়েছে দুইটি প্রাপ্তবয়স্ক বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। বাঘ দুটি সুন্দরবনে ফিরিয়ে নিতে বন ভিভাগের পাশাপাশি কমিউনিটি প্রেট্রোল গ্রুপের সদস্যরাও কাজ করছে। দিনে বাঘ দুটি ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় তাদের দেখা মিলছেনা। এই অবস্থায় বাঘ আতঙ্কে তিনটিসহ আশপাশের সাতটি গ্রামের মানুষ গতকাল নির্ঘুম রাত পার করেছে।
সিপিজির সভাপতি খলিল জমাদ্দার আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত দুই বনরক্ষীসহ তারা ১২জনের একটি দল গ্রামবাসীদের সাথে নিয়ে পাহারা দিয়েছেন। সন্ধ্যার পর থেকে তারা বনের পাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা টর্চলাইট ও লাঠিসোটা হাতে নিয়ে ঘুরেছেন। এভাবে প্রতিরাতেই তারা পাহারায় থাকবেন বলে জানান।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসএফ) মো. শামসুল আরেফীন জানান, মানুষের আতঙ্ক কাটাতে গ্রামে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বনরক্ষী, সিপিজি, টাইগার টিমসহ বনসুরক্ষা কমিটির সদস্যরা বনের পাশের গ্রামগুলো দিনে-রাতে পাহারায় থাকবে। বনবিভাগের পক্ষ থেকে গ্রামবাসীকে রাতের চলাচলে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বাগেরহোটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন থেকে দুটি বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে। বাঘ দুটি খুঁজে বের করে সুন্দরবনে ফিরিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতা জারি করে তিনটিসহ ৭টি গ্রামের জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল