বরিশালের বাবুগঞ্জে ঝড়ে ডানা ভেঙে নিচে পড়া ঈগলকে উদ্ধার করেছে বনবিভাগ। এরপর সেটির ডানায় অস্ত্রোপচার করা হয়েছে।
রবিবার সকালে উপজেলার নতুন হাট এলাকা থেকে ঈগলটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন কর্মকর্তা খন্দকার জাকির হোসেন।
তিনি জানান, ঝড়ে একটি ঈগল ডানা ভেঙে নিচে পড়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঈগলটিকে উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেনারি মেডিসিন অনুষদের ভেটেনারি টিচিং হাসপাতালের সহযোগী অধ্যাপক এসএম হানিফ ঈগলটির অস্ত্রোপচার করেন। ঈগলের ভেঙে যাওয়া ডানায় স্টিলের পাত দিয়ে জোড়া দেওয়া হয়েছে।
জাকির হোসেন জানান, বর্তমানে ঈগলটি বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এক মাস ধরে ঈগলটির পরিচর্যা করা হবে। আশা করি ঈগলটি সুস্থ হবে। তখন পরবর্তী সিদ্বান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কেএ