১৪ জানুয়ারি, ২০২৩ ১১:৫৯

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকূপায় বাসের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহের শৈলকূপায় বাসের ধাক্কায় তুষার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হাবিবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত তুষার শেখপাড়া এলাকার পদমদী গ্রামের সৌরভ আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম জানান, সকালে ঘন কুয়াশাছন্ন ছিল। ওই সময় বাড়ি থেকে তুষার মোটরসাইকেল যোগে শৈলকূপা উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সাথে সাজোরে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর