দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। স্বাধীনতা সংগ্রামের থেকে শুরু করে ধারাবাহিক ভাবে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যদিকে জনবিচ্ছিন্ন বিএনপি-জামায়াত টকশোতে বসে বসে গণতন্ত্রের ছবক দেয়। আর লন্ডন থেকে ওহী নাজিল হওয়ার আশায় থাকে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়েছেন। তলাবিহীন ঝুড়ি এখন বিশ্ব সভায় উন্নয়ন অগ্রযাত্রার রোল মডেল। বড় বড় সকল প্রকল্প বাস্তবায়নে বিশ্ব নেতাদের দৃষ্টি কেড়েছে শেখ হাসিনা।
আজ শনিবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলায় একটি স্টেডিয়াম নির্মাণে জমির মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিডি প্রতিদিন/হিমেল