নড়াইলের কালিয়া উপজেলার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে ফুলদাহ গ্রামে ফকির ও মোল্যা গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতাল ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার চাচুড়ি-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকদিন যাবত উত্তেজনা চলছিল। স্থানীয় এক জনপ্রতিনিধির স্ত্রী প্রথমে ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের আদেশে ওই নারীকে স্কুলের সভাপতি পদ থেকে বাদ দেয়া হয়। এরপর ফুলদাহ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: ফসিয়ার মোল্যাকে সভাপতি নির্বাচিত করা হয়। গত বৃহস্পতিবার ফসিয়ার মোল্যাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
এ ঘটনার পর এলাকার প্রতিপক্ষরা ফসিয়ার মোল্যাকে নিয়ে ব্যঙ্গ করতে থাকে।শুরু হয় চরম উত্তেজনা। এ নিয়ে রবিবার সকালে ফসিয়ার মোল্যা ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয় গ্রুপের ১০ জন আহত হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ